• Connect Us

  • Share Us

 | 

About Writer

ImageWRITER- BHOKTIBHIKSHU DR ABHAY BALA  ( ANIRVAN BALA  )  লেখায় কতখানি সাহিত্য আছে তার ধার ধারি নি ,তবে বিবেকের দংশনে কলমে ধার দিয়েছি , এতটাই ধারালো যে শুধু চোরের কান ই নয়, বদ খেয়ালি হলে নিজের কান কাটতে ও কুন্ঠা করে না এ কলম। সত্যানুসন্ধানে তীব্র শানিত ,তাই কেটে গেলে হয়তো তাৎক্ষণিক অনুভূতি নাও হতে পারে তবে শখের লেখক নই আমি ,আমি জ্বালায় পড়ে লিখি ,রাস্তায় কলার খোসা দেখলে যেমন জ্বালায় পড়ে তুলি,আসতে খুব দেরি করে ফেলেছি - সেজেগুজে আসতে চাইনি তাই , - আমি অলংকার হীন। অলংকার পেলে রমণীর সাজতে যায় বেলা ,এদিকে তীরে, তরী রয়েছে ভিরে ,জোয়ারে হতে চাইনা হতোদ্যম ,সত্য-বৈঠা সম্বল করে ছাড়িলাম তরী, অভয়কণ্ঠ ডট কম। - ভক্তিভিক্ষু ডঃ অভয় বালা।  Click here http://bhoktibhikshu.com/ to kanow more About Bhoktibhikshu Dr Abhay Bala