• Connect Us

  • Share Us

 | 

Others

আগামী ২৫ বছর পর্যন্ত বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না। -মদন মিত্র

সদ্য জয়ী জনপ্রিয় তৃণমূল নেতা মদন মিত্র বলেছেন যে আগামী ২৫ বছরে বিজেপির ঝান্ডা ধরার আর কেউ থাকবে না। বাহ্ চমৎকার।   সিপিএম ও নাই বিজেপি ও কেমন মজা হবে ? তবে যে পরাজিত বা আহত যোদ্ধা পরবর্তীতে বেশি আক্রমণাত্মক হয়ে থাকে ,সংখ্যাতত্ত্ব  অনুসারে বিজেপির  প্রাসঙ্গিকতা আছে এখনো। প্রাক্টিক্যালি  আগামীতে তারা বেশি শক্তিশালী হবে , অন্যদিকে চাপ টা আপনাদের বেশি কারণ আপনাদের বিজিত দল কে জনগণ বিশ্বাস করেছে শেষবারের মতো , আর এবার আপনাদর কোনো ভুল হলে সেগুলো হালকা করে কেউ নেবে না তাই চ্যালেঞ্জ  টা আপনাদের ওপর আগের থেকে অনেক বেশি ,অন্যদিকে আপনারা বিজেপির ভুল গুলোর পিন্ডি চটকিয়ে এমন ভাবে খাইয়ে দিয়েছেন যে তারা তাদের ভুল গুলো বুঝতে বাধ্য হয়েছে , তাদের ভুল গুলো নিয়ে যদি মিছিল মিটিং এ জাবর না কাটতেন  তাহলে তারা হয়তো আগামী ২৫ বছরেও মাথা তুলতে পারতো না ,কিঁন্তু সেই খারাপ কাজ টা তো আপনারা করেন নি , খুব ভালো কাজ করে ,খুব ভালো করে তাদের ভুল বুঝিয়ে দিয়েছেন , আশা  করা যায় এই ৫ বছরে তাদের কে  আরো রিফাইন্ড করে দেবেন ।
গোবরে মাথা ,দুধেল গরু তারা হতে পারে কিন্তু আপনারা তো বিজ্ঞান নিয়ে চলেন , আরো একটু মনস্তাত্ত্বিক ,বিজ্ঞানভিত্তিক চিন্তা করবেন আশা করছি । দ্বিতীয়ত , পশ্চিমবঙ্গে বিরোধীশূন্য রাজনীতি আপনি আশা করেন কেন ?  সিপিএম ও নাই বিজেপি ও নাই কেমন মজা হবে ? সত্যি কথা বলতে কি আপনারা এই নির্বাচনে একজন নেতার থেকে বেশি কাজ অর্থাৎ  ওভারডিউটি করেছেন , অতিমারী COVID আপনাদের কাছে তুচ্ছ  হয়ে গেছিলো পরিশ্রমের কাছে  , সংক্রমণের  ভয় আপনাদের মধ্যে ছিল না , বলতেই হবে সত্যি প্রসংশনীয় , খুব খেটেছেন , খাটতে হয়েছে কারণ বিরোধী পক্ষ শক্তিশালী   থাকলে নামাজ ও পড়তে হয় পূজা ও করতে হয় ,অনেক  রাতে ভালো ঘুম হয়না , বিরোধী পক্ষ না থাকলে স্ট্রেস কমে যায় , হয়তো স্লিপিং পিল দরকার হয়না। এই জন্যই কি বিজেপি কে আর দেখতে চাইছেন না আপনারা ? তাহলে বিরোধী দল হিসেবে কারা  থাকলে ভালো হবে ? কবর থেকে সিপিএম কে জাগাতে চান ,যাদের কে ভাগিয়ে আপনারা এসেছিলেন ? আপনি বা আপনারা ঠিক কি চান ? পার্টিকুলার কোনো বিরোধী দল চান ? নাকি বিজেপি ছাড়া বাকি সবাই কে চান ? তাহলে আল্টিমেটলি ভয় টা শুধু বিজেপি নিয়ে নয়তো ?

( লেখক ভক্তিভিক্ষু অভয় বালা - The Founder Writer of AbhayKantho dotCom )    

 

leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Your Name (required)

Email (required)

This email is not valid

Mobile No (required)

Thanks for commentining us.

Some issue during.......