বিজেপি হারের কারণ গুলি কি কি ?

বিজেপির সর্ব ভারতীয় সভাপতি আপনি জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির এমন ভরাডুবি কেন হলো ? অবান্তর প্রশ্ন। কারণ , এর কারণ তো আপনি নিজে ই, আপনি কার কাছে কারণ জানতে চাইছেন ? ২০০ সিট্ এর বেশি পাবেন এটা আপনি নিজে বুঝে দাবি করেন নি ? তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি মাঠে না গিয়ে এয়ার কন্ডিশন রুম এ বসে ক্ষেতের ফসল গুনতে ছিলেন? নাকি পশ্চিমবঙ্গের সভাপতির শোনা কথায় বিশ্বাস করেছিলেন ? ভারতের সকল জঙ্গল জয় করতে পেরেছেন কারণ সেখানে কোনো জঙ্গলে বাঘ বা বাঘিনী ছিল না , কিন্তু আপনি বা আপনারা ভুলে গেছিলেন যে বাংলার জঙ্গলে ই একমাত্র রায়েল বেঙ্গল টাইগার থাকে। NRC এর সুড় সুড়ি কে দিয়েছিলো ? NRC এর সুড় সুড়ি কে দিতে বলেছিলো ? কার পরামর্শে ,আপনি ছিলেন না এসবের মধ্যে ? ভুল করে আপনারা বাঘের গায়ে এই সুড় সুড়ি যখন এ দিলেন তখন ই তো ঘুমন্ত বাঘ জাগিয়ে দিলেন , বাঙালি যেটুকু ঘুমিয়ে ছিল তা আবার জাগিয়ে দিলেন । সিপিএম কে বাঙালি যেমন নামিয়েছিল গদি থেকে এবার ও তাই ভেবে নিয়েছিলেন যে টিএম সি কে ও বাঙালি তাই করবে , হ্যাঁ , করতো যদি উপযুক্ত বাঙালির নেতৃত্ব বাংলা পেতো। কাজ না করে শুধু দূর থেকে মিসাইল ছুড়ে দিলে ক্ষমতা লাভ করা যায় না। আপনি ই তো বিজেপি এর চাণক্য ,আপনার কথাতেই পশ্চিমবঙ্গের এই নির্বাচন কৌশল প্রয়োগ হয়ে আসছে । আপনার পরামর্শ ,অনুমতি বিনা কিছু হয়েছিল কি ? জিজ্ঞাসা টা কাকে করবেন। আপনার দলে এমন কেউ আছে যিনি বাংলা ও বাংলার সংস্কৃতি , বাঙালি মানসিকতা নিয়ে খুব এক্সপার্ট ? হেরে যাবার পর তো অন্তত স্বীকার করুন যে আপনারা কেউ বাঙালি কে বাঙালির মতো বুঝতে পারেন নি , যেটুকু বুঝেছেন তা নিতান্তই একজন অবাঙালির মতো । বাঙালী কে যেটুকু বুঝেছেন সেইটুকুই বাঙালি রিটার্ন দিয়েছে , অথচ বিজেপির নেতা কর্মী বা সমর্থক এখনো তাদের নিজেদের ভুল না বুঝে বাঙালির সিদ্ধান্ত কে ভুল বলে সোশ্যাল মিডিয়াতে ডিপ্রেশন দেখাচ্ছে। জনার্দন স্বরূপ , জনাদেশকে মেনে নিজেদের ভুল গুলো মানুন , জনগণের সিদ্ধান্ত ভুল এইটা না ভেবে পার্টির ভুল হয়েছে সেটা ভাবুন , নিজেদের কে শোধরান। খাঁটি বাঙালি কে সামনে আনুন ,অন্তত পরিষ্কার বাংলায় কথা বলার সামনের নেতা কে বাংলা থেকে আবিষ্কার করুন । দিল্লি থেকে হেলিকাপ্টারে এসে নির্বাচিনী সভা করেছেন সেটা আপনাদের দৈন্যতা , বদান্যতা নয় , বাংলার ঘরে উপুযুক্ত কেউ কি ছিলোনা যে আপনাদের বিরোধী নেতা -নেত্রী কে টক্কর দিতে পারে ? বিরোধী দল যে সব তকমা ,উপাধি এতদিন ধরে লাগিয়ে রেখেছে সেসব মুছে ফেলুন তবে মোছার কাজে বাংলার ঘরের নেতা নেত্রী কে লাগান , দিল্লি থেকে এক্সপার্ট পাঠাবেন না তবে চট করে অভিনেতা কে লাগাবেন না , ঘরে ঘরে গিয়ে নেতা হন। যদিও নেতা হতে গেলে বেশি হাঁটা লাগে তাই বুট পায়ে না রাখা ই ভালো ,দেখতে ই তো পাচ্ছেন দরকারে হাওয়াই চটি ও দারুন কাজে লাগে ,তবে হাওয়াই চটি না পরুন , এগুলো থেকে শিক্ষা নেবেন আশা করি।
leave a reply
Your email address will not be published. Required fields are marked *