• Connect Us

  • Share Us

 | 

Others

বলিউডের অন্ধকার

 

 https://www.youtube.com/watch?v=ykmf-fToGXQv=_DmOLqLr_mk&lc=z22ofxgiunbpj5nap04t1aokgsteo2j32vqlgajqe34nrk0h00410  ,https://www.youtube.com/watch?v=_DmOLqLr_mk&lc=z22ofxgiunbpj5nap04t1aokgsteo2j32vqlgajqe34nrk0h00410  ,https://www.youtube.com/watch?
  সুশান্ত সিং রাজপূত আজকের এক সম্ভাবনাময় ও প্রগতিশীল অভিনেতা কিন্তু তিনি আজ অতীত , বলিউড তার প্রতি দারুন জঘন্যতা দেখিয়েছে হাতে গোনা কিছু হিরো আর ডিরেক্টর মিলে বলিউড কে তাদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে বরাবর ই ,স্বজনপোষণে আর ব্যক্তিগত আপোসের ভিত্তিতে তারা তারকা বানায় ,এরকম ই একজন তারকা মেকার   মিস্টার করণ জোহর তবে  শুধু উনি নন আরো এরকম আছে বলিউডে যারা সুশান্তের মতো জীবন কে নিরুৎসাহিত ও নিভিয়ে দিতে প্ররোচিত করেন।এরকম তারকা মেকার  হেলদি জিনিয়াস কে নিয়ে খেলা করেন ,মজা করেন। নারী হলে  হয়তো  বিছানায় সেলামি দিতে হয়  আর পুরুষ হলে হয়তো তাদের পায়ে সেলামি দিয়ে বলিউডে র এন্ট্রি টিকিট কিনতে হয়। তারা মনে করেন বলিউডে এন্ট্রি নিতে গেলে কোন পাস দরকার আছে - প্রতিভার কদর তারা করেন না তবে তাদের কদর যে প্রতিভা করতে পারবেন তিনিই পাস্ এন্ট্রি পাবেন , তবে মিস্টার করণ শুধু সুশান্ত সিংহের ক্ষেত্রে নয় বিতর্কিত রানু মন্ডলের ভাইরাল হয়ে গান  নিয়ে , তার প্রতিভা নিয়ে তিনি ঋণাত্মক মন্তব্য করেছিলেন - হয়তো রানু পাগলী বলে হয়তো রানু দির মতো পাগলী সেলামি দিতে পারবে না বলে কোনো ইন্টারেস্ট তাদের থাকেনা এদের প্রতি। হ্যালো মিস্টার করণ  আপনি  জানেন ভালো করে সঙ্গীত শিল্পী আর কণ্ঠ  শিল্পী একই ব্যক্তি না  ও হতে পারে।  তবে একজন ভালো কণ্ঠ শিল্পী পরবর্তী তে সংগীত শিল্পী হতে পারে কিন্তু ঈশ্বর প্রদত্ত  সুকণ্ঠ না থাকলে তিনি সংগীত শিল্পী হয়ে থাকলে ও চমৎকার কণ্ঠ শিল্পী হতে পারেন না ,যদি তাই হতো তাহলে অনুমালিক তাঁর সকল গান নিজের কন্ঠে গাইয়ে সবটুকু বিখ্যাত নিজেই হতে পারতেন একজন সংগীত শিল্পী ই মিউজিক ডিরেক্টর হয়ে থাকেন  ,যেমন আপনি নিজে অভিনয়ের থেকে ডাইরেকশন এ নাম করেছেন ,আপনি ভালোভাবে বলিউডি বাদশাদের নাচিয়ে নাম করেছেন কিন্তু নিজে নেচে নাম করেন নি অর্থাৎ বিখ্যাত ডিরেক্টর কিন্তু এক্টর নন ,তো তাতে কি হয়েছে ? রানু মন্ডল কণ্ঠ শিল্পী হতে পারবে না ? উনি ব্যক্তিগতভাবে যা তা হতেই পারেন কিন্তু  উনি যদি লতা মঙ্গেশকরের গান অনুসরণ করতে পারেন তবে কি কোনো একজন মিউজিক ডিরেক্টরের নতুন  গানের দেওয়া সুর অনুসরণ করতে পারবেন না ? মানুষ কে  এতো ছোট করেন কেন ? আজকের এই রানু দি কে সম্মান করা মানে সকল লুকায়িত প্রতিভাকে সম্মান করা ,রানু দি এখানে প্রপার নাউন নয় এখানে তাঁকে কমন নাউন ধরে ভাবুন যদি আজকে তিনি জীবনের মূল স্রোতে ফিরতে পারেন তবে তার মতো আরও কিছু এরকম মানুষ বাঁচার আশ্বাস পাবে ,পৃথিবীকে তাদের কাছে এতো নিষ্ঠুর মনে হবে না রানু দি আদৌ  কি পারবে তার থেকে বড়ো কথা ছাঁইয়ের গাদা তে বসে থাকা  রানু দি দের  কে  আমরা এসি তে বসে থাকা ভদ্রলোক  আদৌ কি দিতে পারবো ,তার সুরেলা কণ্ঠ জন্ম থেকেই ছিল কিন্তু এতদিন সবাই তার মলিনতা ,নিকৃষ্ট পোশাক ভুখা চেহারা কে নিজের মা ,দিদি ,দিদি ,পিসি ,নূন্যতম একজন ভারতবাসী বলে গণ্য করেনি তাই তার কন্ঠ নিভৃতে নিঃশেষ হবার পথে যাচ্ছিলো। আজ যদি তাদের মতো কাউকে নিয়ে মাতামাতি করে ও তাতে ক্ষতি কি ?    কয়খানা হাতে গোনা  ছবি হিট করিয়ে বলিউড কিনে ফেলেছেন এরকম ভাব দেখান আপনারা।  জানি খুব হিংসে হচ্ছিলো যখন  ইউটুবে অনেক অনেক বড়ো শিল্পীর লাইক রেকর্ড ভাংতে চলছিল রানু দি  ,বক্স অফিসের দিকে তাকিয়ে সিনেমা করা আর বুকে হাত দিয়ে গান করা অনেক আলাদা , উনি অন্তত গান টা ভালোবেসে বা মন থেকে গান তবে  যেসব নাটক আপনারা করেন এগুলো বক্স অফিসের দিকে তাকিয়ে করেন- ভালোবেসে  মন থেকে চান না  তাই আপনার বস্তির  নায়িকা কে রাজপুত্রের সাথে মিলিয়ে দিয়ে ও  মন থেকে আনন্দ পান না ,কাস্টমার চায় তাই করেন  ,আপনাদের এই নাটক  টাকা কামানোর নাটক মাত্র  - স্লামডগ মিলোনিয়ার ,তারে জামিন পর , এসব সিনেমার বার্তা যদি আপনারা আপনাদের  বাস্তব জীবনে যদি মনে রাখতেন তাহলে  আপনাদের এতো হিংসে হতো না।  যদি না আপনারা নাটক গুলো কে স্রেফ  নাটক না ভাবতেন ,আপনাদের ড্রামা গুলো কে মানবতার  মেসেজ মনে করলে বা ঐগুলো কে হৃদয়  দিয়ে উপলদ্ধি  করলে  আজকে রানু কে বা আসল প্রতিভা কে নিয়ে  নিয়ে উচ্ছসিত হতেন , নিরুৎসাহিত না করে তা কে  বলিউডে আমন্ত্রণ জানাতে পারতেন।সুশান্তের মতো প্রগতিশীল আরো অনেক ভাবি তারকা ধাক্কা খেয়ে ফিরে গেছে বলিউড থেকে আর সুশান্ত তো পৃথিবী থেকে ই ধাক্কা খেয়ে গেলেন তাই  ধিক্কার জানাই আপনার মতো ডিরেক্টর কে যারা ২ ঘন্টার জন্য  অশ্রু বা বীর্য স্খলনের উদ্দেশ্যে ড্রামা বানান। অথচ ড্রামার আসল  মেসেজ কে নিজেরা মনে রাখেন না। 

  1. suvam

    sir, manuser jonmno-punorjonmo nia kichu bolen.

leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Your Name (required)

Email (required)

This email is not valid

Mobile No (required)

Thanks for commentining us.

Some issue during.......